সর্বশেষ সংবাদ ::

শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত

বগুড়া  সংবাদ:   বগুড়ার শেরপুরে প্রয়াত সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যাকাÐের ২০তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২অক্টোবর) বেলা বারোটায় শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই নিহত দীপঙ্কর চক্রবর্তীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুÐু, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল আলীম, শাহজামাল কামাল, জাহাঙ্গীর ইসলাম, আব্দুল ওয়াদুদ, এরশাদ হোসেন বক্তব্য রাখেন। সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ওই দিনটি উপলক্ষ্যে শেরপুর উপজেলায় কমর্রত জাতীয় ও স্থানীয় পত্রিকার সকল সাংবাদিকগণ কালো ব্যাজ ধারন করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২অক্টোবর রাতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি উত্তরাঞ্চলের খ্যাতিমান সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী শেরপুর শহরের স্যানালপাড়াস্থ নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *