বগুড়া সংবাদ: “কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেন্ডার প্রমোটার শিমা খাতুন, অনামিকা রিভা, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক শ্রী সনজয় কুমার,
কিশোরীদের মধ্যে আতিয়া আকতার প্রমূখ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্যা শিশুর অভিভাবক ও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Check Also
কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও
বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …