বগুড়া সংবাদ: রোববার রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপাড়া গ্রামে মুদির দোকান ঘরের মধ্যে আব্দুল বাছেদ (৬০)কে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। সে উল্লেখিত গ্রামের মৃত বশারত আলী খান ওরফে বিশার পুত্র।
সংবাদ পেয়ে সোমবার সকালে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-
সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন সহ থানা পুলিশের সদস্যবৃন্দ। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে এবং
থানায় মামলার প্রস্তুতি চলছে।
Check Also
কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও
বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …