সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া তালোড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

দুপচাঁচিয়া তালোড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে যাতে উদ্যাপিত হয় সে লক্ষ্যে তালোড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তালোড়া চাউল কল মালিক সমিতির কার্যালয়ে তালোড়া পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ প্রসাদ কানুর সভাপতিত্বে ও থানার এস আই নিয়ামান নাসিরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, তালোড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই বাবু, তালোড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক এমরান আলী রিপু, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোকলেছার রহমান, উপজেলা জামায়াত নেতা সালারে আযম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা জামায়াত নেতা নজরুল ইসলাম, তালোড়া ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক বিএনপি নেতা রমজান আলী রুনু, সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ। সভায় বক্তারা সনাতন ধর্মালম্বীদের নির্ভয়ে তাদের দুর্গাপূজা উৎসব উদ্যাপনের আহŸান জানান। সেই সঙ্গে তাঁরা সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক দেবব্রত মন্ডল বাপ্পি, তালোড়া পৌর যুবদলের সভাপতি এমদাদুল হক ইন্দা, বিএনপি ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মালম্বীর লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *