সর্বশেষ সংবাদ ::

বালুর ট্রাকে মিলল ৪৮ কেজি গাঁজা, ৩ মাদক কারবারি গ্রেফতার

বালুর ট্রাকে মিলল ৪৮ কেজি গাঁজা, ৩ মাদক কারবারি গ্রেফতার

বগুড়া  সংবাদ:   অভিনব কায়দায় বালুর ট্রাকে পাচারের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া এলাকায় ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার কারবারিরা হলেন— লালমনিরহাট জেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুর ইসলাম (৪২), একই জেলার কেতকিবাড়ী গ্রামের মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) ও ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে র‌্যাবের গোয়েন্দা শাখার নজরদারিতে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ গ্রেফতারদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

প্রাইভেটকারের থাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু নিহত, মা-মামা ও ভাই আহত 

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রাইভেটকারে ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *