সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত


বগুড়া  সংবাদ:  বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পুণাঙ্গ পেনশন, উৎসব, বাড়ী ও চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবীতে শনিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক পরিষদ নেতা অধ্যক্ষ মাও: আবু বক্কর সিদ্দিক, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব, মাও: আজহার আলী, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ। বক্তারা অবিলম্বে সকল দাবী মেনে নিয়ে শিক্ষকদের বৈষম্য দুর করতে সরকারের প্রতি জোর দাবী জানান।

Check Also

বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের কমিটি স্থগিত করেছে হাইকোর্ট

বগুড়া সংবাদ :বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের কমিটি স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কদের ও বিচারপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *