শেরপুর (বগুড়া)
বগুড়ার শেরপুরে বর্ষিয়ান আওয়ালীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তারকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা বারোটায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া গ্রামস্থ সেলিমগড় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কেএম ওবায়দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সেরুয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৭৩বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামীলীগে যোগদান করার পর দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরইমধ্যে শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন।
জানাজায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, জেলা বিএনপির উপদেষ্টা আরহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ¦ শাহজামাল সিরাজী, আ.লীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এদিকে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Check Also
শেরপুরে আলাল পোল্ট্রি-ফিস মিলে ভয়াবহ অগ্নিকান্ড, কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতি ৪৬ কোটি টাকা
বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে আলাল গ্রæপের একটি সহযোগী প্রতিষ্ঠান আলাল পোল্ট্রি এন্ড ফিস মিড …