শেরপুর (বগুড়া) কামাল আহমেদ
বগুড়ার শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেনে। প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী বিরোধী প্রাথমিক শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপি চলা ওই কর্মসূচিতে শিক্ষক খন্দকার মাসুদ রানা, টি.এম নূরুল আলম, দেলোয়ার হোসেন, শামিমা আক্তার বন্যা, সেলিনা সুলতানা লিখন, রউফুননেছা রাশু, শফিকুল ইসলাম, আবুল কাশেম, রবিউল আহসান, রুহুল আমিন, আফাজ উদ্দিন, আব্দুল মোমিন, বেল্লাল হোসেন, রফিকুল ইসলাম পুটু, শহিদুল ইসলাম, জিয়াউল ইসলাম জিয়া, শাহিনুর রহমান, শামছ উদ্দিন ফিজার, নাসির উদ্দিন, মাহমুদা রাখি, তুহিন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। মাবববন্ধনে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। এজন্য প্রাথমিক শিক্ষার সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সময় উপযোগী একটি যৌক্তিক প্রাথমিক শিক্ষা সংস্কার করা প্রয়োজন। তবে বৈষম্যপূর্ণ সংস্কার প্রস্তাব বাতিলেরও দাবি জানান তারা। শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি দেওয়া হয়।
Check Also
নাইটগার্ডকে বেঁধে ট্রান্সফরমারসহ নগদ অর্থ চুরি, আতঙ্কে গ্রামবাসী
বগুড়া সংবাদ: বগুড়ার শেরপুরে নাইটগার্ডকে বেঁধে রেখে ট্রান্সফর্মার ও ইট ভাটার অফিস থেকে নগদ অর্থ …