বগুড়া সংবাদ: বগুড়ার কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণার সময় হাতে নাতে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মহিষামুড়া এলাকা থেকে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার খাগড়া গ্রামের ওছমানের পুত্র আরাফাত হোসেন সবুজ (৩৩) ও ভান্ডুরিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র সোহেল (২৬)। থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরবসন্তপুর গ্রামের রুবেলের সাথে গ্রেফতারকৃত প্রতারকদের বগুড়ায় পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে প্রতারণার ফাঁদ পাতে প্রতারক চক্র। ঘটনার দিন মুহিষামুড়া এলাকায় ৫০ হাজার টাকা নিয়ে আসে রুবেল। তার কাছ থেকে ৫০ হাজার টাকা একটি নকল সোনার মূর্তি দেওয়ার
সময় স্থানীয় জনতার নজরে পড়লে জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১’শ ১০ গ্রাম ওজনের একটি নকল সোনার মূর্তি।
Check Also
সোনাতলায় মহিলাদের মাঝে এস্পা’র সেলাই মেশিন ও কাপড় বিতরণ
বগুড়া সংবাদ :: সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুরে পার্সন প্রোগ্রেস এসোসিয়েশন (এস্পা)-এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে …