সর্বশেষ সংবাদ ::

শেরপুরে গ্রামবাসীর গনপিটুনিতে গরু চোর নিহত

 

শেরপুরে গ্রামবাসীর গনপিটুনিতে গরু চোর নিহত

বগুড়া সংবাদ:  বগুড়ার শেরপুরে গরু চুরি করতে এসে গ্রামবাসীর গনপিটুনিতে আছির প্রামানিক (৪০) নামের এক গরুচোর নিহত হয়েছে। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপটি আগুনে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছির উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউল রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য ভোরের ডাক প্রতিনিধি কে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভূট্টাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছিল। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুলের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। তার দুই দিন আগে ঐ গ্রামে চোর চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ কারনে গ্রামবাসী রাতজেগে পাহারা দিচ্ছিল।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিনপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশে এম কে বি ইটভাটার পাশের্^ রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরু তুলতে গেলে এলাকাবাসি দেখে ফেলে। গ্রামবাসীর মধ্যে গরু চুরির খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চোরকে ধাওয়া করে। চুরি করতে আসা ৪ জন চোরের মধ্যে ৩জন পালিয়ে যায়। এবং পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে আটক করে গনপিটুনি দিলে সে মারা যায়। স্থানীয়রা আরোও জানান, প্রায়ই শুবলীসহ আশেপাশের গ্রামে গরু চুরি সংগঠিত হচ্ছে, স্থানীয় বাসিন্দারা জানান, গরু তাদেও শেষ সম্বল, গরু চুরি হলে আমরা নি:শ^ হয়ে যাবো, এ কারনে আমারা গ্রামবাসীরা পালা করে রাতজেগে পাহারা দেই। গত রাতে চুরি করতে এসে চোর ধরা পড়ে এবং গনপিটুনিতে মারা যায়। গরুর মালিক রেশমা খাতুন জানান, আমি জানতে পারলাম গরু সহ এলাকাবাসী চোর ধরেছে। খবর শুনে আমি গোয়াল ঘরে গিয়ে দেখতে পাই আমার গোয়ালঘরের তালা ভাঙ্গা আমার গরু নেই। আমার স্বামী ট্রাক চালক, সে বাড়িতে না থাকায় আমি নিজে মধ্যপাড়া গিয়ে দেখি চুরি যাওয়া গরুটি আমার। তখন আমি গরুটি নিয়ে আসি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন আরো জানান, গনপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে।

Check Also

ধুনটে রিক্সা চালকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

বগুড়া সংবাদ: বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে এক রিক্সা চালকের বসতবাড়িতে হামলা চালিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *