বগুড়ায় ফতেহ আলী বাজারে জরিমানা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান

বগুড়া সংবাদ:    বগুড়ায় সরকার নির্ধারিত মূল্যে মুরগি ও ডিম বিক্রি নিশ্চিত করাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার আহ্বান জানানো হয়। অভিযানের খবর পেয়ে অনেক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান।

এ সময় ক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে ৩ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই  সঙ্গে বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা প্রদর্শিত করা, ক্রয় রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, সরকার নির্ধারিত মূল্যে মুরগি ও ডিমসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আগামীতে এ ধরণের অভিযোগে আরও কঠোর আইন প্রয়োগ করা হবে। বাজার নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *