সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে নবাগত ওসির মতবিনিময়

বগুড়া সংবাদ:    নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংবাদিকদের সাথে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতবিনিময় করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় থানার অফিস রুমে মতবিনিময় করেন ওসি তারিকুল ইসলাম।
মতবিনিময়কালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,হয়রানী ছাড়াই পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। এলক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি উপজেলার প্রতিটি মানুষের মাঝ থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। তিনি কথায় নয় সেবাদানের মাধ্যমে উপজেলায় নতুন ইতিহাসের সূচনা করতে চান। বিশেষ করে মাদকের নীল ছোবল থেকে সকল মানুষকে রক্ষা করতে তিনি সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় অন্যদের মধ্যে রাণীনগর প্রেসক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,কোষাধক্ষ্য সাহাজুল ইসলাম,প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম,সম্পাদক আব্দুর উফ রিপন,রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকসহ উপজেলার তিনটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

Check Also

জুলাই গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে পত্নীতলায় স্মরণ সভা

বগুড়া সংবাদ :জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে নওগাঁর পত্নীতলায় স্মরণ সভা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *