সর্বশেষ সংবাদ ::

জামায়াত পালায়না তারাই দেশ থেকে পালিয়ে গেছে- রফিকুল ইসলাম খান


বগুড়া সংবাদ:    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাও: রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াত পালায়না তারাই দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে বসে নেই , সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জামায়াতে ইসলামী এ দেশের জনগনের দল। আমরা কুরআনের দাওয়াত দিয়ে এ দেশের জনগনের ভাগ্য বদলাতে কাজ করছি। হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কুরআন প্রেমিক জনগনেকে মামলা নির্যাতন গুম খুন করার কারনে ৫ আগষ্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনরে মুখে দশে ছড়েে পালয়িে যতেে বাধ্য হয়ছেে ।
তিনি মঙ্গলবার বগুড়া শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহীম, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, বগুড়া জেলা পূর্ব আমীর অধ্যাপক নাজিম উদ্দিন, বগুড়া জেলা পশ্চিম আমীর মাও: আব্দুল হক, জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী আসম আব্দুল মালেক প্রমুখ।
তিনি আরো বলেন বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। যারাই ষড়যন্ত্র করবে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে।

Check Also

বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের কমিটি স্থগিত করেছে হাইকোর্ট

বগুড়া সংবাদ :বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের কমিটি স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কদের ও বিচারপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *