সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

বগুড়া সংবাদ: নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়ার ‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কর্মচারী ও তার দোসরদের অপসারণ ও আইনী ব্যবস্থা গ্রহণ’র দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ট থেকে বেলা ১টা পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে বগুড়া-শেরপুর রোড অবরোধ করে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়ার ছাত্র কল্যাণ পরিষদ এই বিক্ষোভ করে।

প্রতিষ্ঠানটির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কর্মচারী ও তার দোসরদের অপসারণ ও আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিগত কয়েক দিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। আজকের সড়ক অবরোধকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের মাঝে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তাদের হাতে ‘বিচার চাই, বিচার চাই, দালালের বিচার চাই’, ‘আমার সোনার বাংলায় স্বৈরাচারীর ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায় লাশ কেন রাস্তায়, জবাব চাই জবাব চাই’, জেগেছে রে জেগেছে নার্স সমাজ জেগেছে’সহ বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করেন। ঘন্টাব্যাপী অবরোধে সড়কটিতে ও শহরে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *