বগুড়ায় গণঅভ্যুত্থানে শহীদদের কবর যিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল

বগুড়া সংবাদ : রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র-নাগরিক মৈত্রী সফরের অংশ হিসেবে বগুড়ায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল ১১ টায় নামাজগড় গোরস্থানে বগুড়ার শহীদ সিয়াম শুভ ও শহীদ শিমুল মন্ডলের কবর যিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এ সময় বগুড়ার অন্যান্য শহীদসহ সারা বাংলাদেশে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মাহিন সরকারসহ রাজশাহী জোনের ছাত্র-নাগরিক মৈত্রী সফরের প্রতিনিধি দলের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, মো: ইফতেখার আলম (আসাদ), আবদুল্লাহ আল মাহমুদ (মেহেদী), ফয়সাল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম স্বাধীন, শ্রী ঐশিক মণ্ডল জয়, ইমাম হুসাইন ইমন উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার প্রতিনিধিদের মধ্যে ইজাজ আল ওয়াসী জিম, আলবীর ইসলাম শাওন, সাকিব খান, বিপ্লব মিয়া, নিয়তি সরকার নিতু, লায়েস আহম্মেদ, ছাব্বির আহম্মেদ রাজ, আকিব, জাকিরুল ইসলাম, সৈকত আহম্মেদ, নাজমুল ইসলাম নিহাল, আজিম উদ্দিন, সেজদা প্রামানিক,  মুশফিকা নাবা, আছিয়া প্রমুখ উপস্থিত ছিলেন
কবর যিয়ারত শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে  শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা এবং আহতদের অনেকে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
বিকাল ৩ টা ৩০ মিনিটে সরকারি আজিজুল হক কলেজের (নতুন ভবন) মুক্তমঞ্চে ছাত্র-নাগরিকের সাথে মতবিনিময় করবেন প্রতিনিধি দল।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *