সর্বশেষ সংবাদ ::

বগুড়ার শেরপুরে তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

বগুড়া সংবাদ : বগুড়ায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের ট্যাংকি বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে৷ নিহতদের লাশ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন। নিহতরা হলেন- মো: ইমরান , মোহাম্মদ সাঈদ ,  মো: রুবেল, মোঃ মনির।  এরা সকলেই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

জানা গেছে,  শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেড এর তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের টাংকির ভিতরে প্রবেশ করলে তেলের ট্যাংকির বিস্ফোরণ ঘটে।  এসময় বেশ কয়েকজন শ্রমিক সেখানে  আহত হন। এদের মধ্যে গুরুত্বর আহত চারজনকে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংকি বিস্ফোরণে চার শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *