শহীদ করে কুরআনের আন্দোলন বন্ধ করা যাবেনা -অধ্যক্ষ শাহাবুদ্দিন

শহীদ করে কুরআনের আন্দোলন বন্ধ করা যাবেনা -অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ :  জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন শহীদ করে কুরআনের আন্দোলন বন্ধ করা যাবে না। যত আমাদের উপর জুলুম নির্যাতন হামলা মামলা হবে মানুষ ততই কুরআনের ছায়াতলে আসবে। সমাজ ও রাষ্ট্রে কুরআনের আইন চালু করতে সবাইকে এক যোগে কাজ করতে হবে। কুরআন সমাজে প্রতিষ্ঠা হলে আদর্শ সমাজ গড়ে উঠবে আর আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে। দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাইকে কুরআন আকঁড়ে ধরার আহবান জানান।
তিনি শুক্রবার রাতে নারুলী কৃষিফার্ম জামে মসজিদে ফুলবাড়ী সাংগঠনিক থানা আয়োজিত কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  থানা সভাপতি এ্যাড. শাহিন মিয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারী আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার বজলুর রহমান, থানা নায়েবে আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, ২০নং ওয়ার্ড উত্তরের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, ২০নং ওয়ার্ড দক্ষিণ সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম এ হাকিম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনিনুর রহমান, আলহাজ¦ জাকির হোসেন, ওবায়দুর রহমান, হিফজুল বারী,গোলাম সাকলাইন, শুভ, ইব্রাহিম হোসেন, মোজাম্মেল হক, মকবুল হোসেন, মাও: বরকত আলী প্রমুখ।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *