সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হত্যা মামলায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ঝুনু গ্রেপ্তার

 

বগুড়া সংবাদ : বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া ২টি হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ আলম ঝুনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে শহরের ভাটকান্দি এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুটোফোনে ‘এনসিএন’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ছিলেন। কয়েকদিন আগে তিনি ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, ‘দুইটি হত্যা মামলায় শাহাদাৎ আলম ঝুনুকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

Check Also

দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত

বগুড়া সংবাদ:    দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *