বগুড়া সংবাদ : যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীকে আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। হিন্দু সম্প্রদায়ের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে এ আহবান জানান তিনি।
সোমবার (২৬ আগস্ট) সকালে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় সম্প্রদায়ের আমন্ত্রিত অতিথিরা ছাড়াও বিভিন্ন দূতাবাসের হাইকমিশনাররা অংশ নেন। রাষ্ট্রপতি সবার সাথে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বন্যায় দেশের ১১টি জেলার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে সাধ্য অনুযায়ী সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অনন্য বৈশিষ্ট। সংবিধানেও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আছে। দেশকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।