সর্বশেষ সংবাদ ::

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী ছাত্রদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের
পদত্যাগের দাবী ছাত্রদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ:  বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম এর বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, খারাপ আচরণের অভিযোগ এনে বোরবার দুপুরে কাহালু চারমাথায় প্রায় ১ ঘন্টা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
বিষয়টি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ এর নজরে আসলে তিনি কাহালু চারমাথায় যান এবং ছাত্রদেরকে বুঝিয়ে স্কুলে ফেরত নিয়ে যান। তিনি স্কুলে গিয়ে ছাত্রদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং ছাত্রদেরকে লিখিত অভিযোগ দিতে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে দোষ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ব্যক্ত করেন। ইউএনও’র কথা শুনে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন, সেনাবাহিনীর ওয়ান্টিশেন অফিসার আব্দুস ছালাম, কাহালু পৌরসভার কাউন্সিলর এস এম মোজাম্মেল হক (মোজাম) সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Check Also

(শোক সংবাদ) সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দিনের ইন্তেকাল

বগুড়া সংবাদ:    বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দিনের হঠাৎ অসুস্থ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *