
অর্থিক অনুদান প্রদান করলেন কাহালুর ইউএনও
বগুড়া সংবাদ : গত ৪ আগষ্ট দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী অন্দোলনে নিহত হন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের সামছুল হকের পুত্র মনিরুল ইসলাম (মনির)। রোববার বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত মনিরুলের পিতাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আর্থিক অনুদান প্রদান করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রন্জু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা