সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

নন্দীগ্রামে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বগুড়া সংবাদ  :ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা স্থানীয় বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি পালন করেছে।

১৫ই আগস্ট (বুধবার) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উক্ত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বগুড়া-নাটোর মহাসড়কে অবস্থান করে। এসময় বাসস্ট্যান্ড হতে একটি বিক্ষোভ মিছিল নন্দীগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম-কাহালু বগুড়া-৪ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক রেজাউল জ করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন প্রমূখ।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *