সর্বশেষ সংবাদ ::

ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেফতার

ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেফতার

বগুড়া সংবাদ :ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। পল্টন থানায়  দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আজ রাতে গ্রেফতার করা হয়েছে তাকে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তখন ডিএমপির বার্তায় বলা হয়েছিল, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত

বগুড়া সংবাদ:    দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *