সর্বশেষ সংবাদ ::

আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত ,বগুড়া প্রেসক্লাব সংস্কারে ৪ উপ-কমিটি গঠন

আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত ,বগুড়া প্রেসক্লাব সংস্কারে ৪ উপ-কমিটি গঠন

বগুড়া সংবাদ :বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির জরুরী সভা ১৪ আগষ্ট’২৪ বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক  ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সংস্কারের লক্ষ্যে পৃথক ৪টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগ্রার নেতৃত্বে প্রেসক্লাব ভবন নির্মাণ উপ-কমিটি। এই কমিটির অপর দুই সদস্য হলেন প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস ও সিনিয়র সাংবাদিক রাহাত রিটু। প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানুর নেতৃত্বে সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি। এই কমিটির অন্য দু’জন সদস্য হলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ ও জহুরুল ইসলাম। সিনিয়র সাংবাদিক মমিনুর রশিদ শাইনের নেতৃত্বে শান্তি-শৃংখলা উপ-কমিটি। এই কমিটির অন্য সদস্যরা হলেন এফ শাহজাহান, আব্দুর রহিম, সাইফুল ইসলাম ও মোস্তফা মোঘল। আহŸায়ক কমিটির সকল কার্যক্রম সমন্বয়ের জন্য সিনিয়র সাংবাদিক মতিউল ইসলামী সাদীকে প্রধান করে তিন সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ। এছাড়া  আহ্বায়ক কমিটির বিষয়ে কতিপয় সিনিয়র সাংবাদিক বিভিন্ন সরকারি দপ্তরে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি প্রেসক্লাবের যাবতীয় হিসাব-নিকাশের তথ্য চেয়ে পূর্বের কমিটির নিকট আইনী নোটিশ প্রেরণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।  আহ্বায়ক কমিটির সভা চলাকালে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে উপস্থিত হয়ে অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কতিপয় আওয়ামীপন্থী সাংবাদিক ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তারা প্রশাসনের নিকট আন্দোলনকারী শিক্ষার্থীদের তথ্য সরবরাহ করেছেন অভিযোগ করে তারা অবিলম্বে এসকল সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দের নিকট দাবী জানান। বগুড়া প্রেসক্লাবের  আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান শিক্ষার্থীদের অভিযোগ শুনে অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রদানের জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। ছাত্রআন্দোলনের বিরুদ্ধে অবস্থান গ্রহনকারী প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি শিক্ষার্থীদের আশ^স্ত করেন। একই সময়ে প্রেসক্লাবের সদস্য পদের দাবীতে আন্দোলনকারী একদল পেশাজীবি সাংবাদিক ২৪ ঘন্টার মধ্যে সাবেক কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাব থেকে বহিস্কার, পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদান এবং সাবেক কমিটির সকল দূর্নীতি, অনিয়মের বিচারের দাবী জানান। প্রেসক্লাবের আহŸায়ক ওয়াসিকুর রহমান বেচান তাদের দাবী মেনে নিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত পতিত হাসিনা সরকারের দোসর কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-  আহ্বায়ক  আবুল কালাম আজাদ ও রাহাত রিটু, সদস্য রেজাউল হাসান রানু, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, মীজর সাজ্জাদ আলী সন্তোষ, গনেশ দাস, এসএম আবু সাঈদ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, এফ শাহজাহান, মমিনুর রশিদ শাইন, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, সাইফুল ইসলাম, আব্দুর রহিম ও সাহেদুজ্জামান সিরাজ বিজয়।

 

Check Also

শাজাহানপুরে কৃষকলীগ নেতা পিস্তলসহ গ্রেপ্তার

বগুড়া সংবাদ :  বগুড়ার শাজাহানপুরে রায়হান আলী (৩৩) নামে এক কৃষকলীগ নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *