সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে সড়ক পরিস্কার ও ট্রাফিকের ভূমিকা পালন করছে শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন সড়ক ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্য করছে শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা। তাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষ খুশি আর সড়কে ফিরেছে শৃঙ্খলা।
জানা গেছে, গত ৪ দিন ধরে উপজেলার সান্তাহার পৌর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানা সামগ্রী নিয়ে সড়ক, স্বাধীনতা স্মৃতিস্থম্ভসহ শহরের নানা সড়কে দীর্ঘক্ষণ ধরে সড়ক পরিস্কার করছে আর ট্রাফিক ব্যবস্থার সাহায্য করছে। এখানে রোভার স্কাউটের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। রোভার স্কাউটের সদস্যদের মাঝে আছে আহসান হাবিব তুহিন, রোভার ক্যাপ্টেন পারভেজ হোসেন, নাইম সিকদার, নিলন, ইমাম, রোকেয়া, জাকিয়া,নাফিজা, প্রেমা প্রমুখ।
উপজেলার পৌর শহর সান্তাহারে জিরো পয়েন্ট নামে রেলগেটে সারা বছর যানযট লেগে থাকে। সেই গুরুত্বপূর্ণ ও যানযটপূর্ন স্থান এখন শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করায় এখানে কোন যানযট নেই।
এ বিষয়ে রোভার ক্যাপ্টেন পারভেজ হোসেন জানান, সান্তাহারে ট্রাফিক পুলিশ না থাকায় এমনটি হয়েছিল। আমরা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে সাধারন মানুষের ভালবাসায় আমরা মুগ্ধ হয়েছি। স্বেচ্ছায় দায়িত্ব পালনের সময় গতকাল শনিবার দুপুরে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন তাদের ব্যক্তিগত উদ্যোগে পানি, বিস্কুট, কলাসহ বিভিন্ন রকমের খাবার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

Check Also

দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত

বগুড়া সংবাদ:    দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *