সর্বশেষ সংবাদ ::

কাহালুতে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাহালুতে চলমান পরিস্থিতি নিয়ে
বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিতবগুড়া সংবাদ :  চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, ক্যাপ্টেন মো. সাদিক, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ছেলিম রেজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ বগুড়া জেলা পশ্চিম শাখার নায়েবে আমীর আব্দুল হাকিম, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো.ছেলিম উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, মাল া ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস সাহিদ, সাবেক আমীর মাওঃ আব্দুল মোমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম সবুজ, অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতিন, কোটা আন্দোলনকারীদের মধ্যে সামিউল আহমেদ, মীর আহসান আল আরাফাত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীবৃন্দ।
বিশেষ মতবিনিময় সভায় কাহালু উপজেলা পরিস্থিতি আগের মতো স্বাভাবিক রাখার জন্য সবাই একসঙ্গে কাজ করার ব্যক্ত প্রকাশ করেন। উল্লেখ্য যে, গত ৫ আগষ্ট বগুড়ার কাহালু উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও কাহালু থানায় কোন হামলা বা ভাংচুর হয়নি।

 

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *