সর্বশেষ সংবাদ ::

বগুড়া এপিবিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ

বগুড়া সংবাদ : বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন( এপিবিএন)  পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ও প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় অধ্যক্ষ মোস্তফা কামাল নিজেই পদত্যাগ করেছেন।

এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্য নিতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেন নি।

এর আগে, সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা অধ্যক্ষসহ তাঁর বিভিন্ন অপকর্মে সহায়তাকারী শিক্ষকদেরও পদত্যাগ দাবি করেন। পরে অধ্যক্ষ পদত্যাগ করার ঘোষণা দেন।

Check Also

কাহালুতে জামায়াত সমর্থিত প্রার্থীর নির্বাচনী ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারীদের কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার জামায়াত সমর্থিত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ (দাড়িপাল্লা) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *