সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্যে দিয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন শিক্ষার্থীরা

বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্যে দিয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন শিক্ষার্থীরা

বগুড়া সংবাদ : বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১১ টার দিকে বগুড়ার উপশহর এলাকায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দেয়াল লিখন,চিত্রাংকন,প্রতিবাদী গান,হাতে জাতীয় পতাকাসহ বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন। এদিকে বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকাতেও একই কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।কর্মসুচি পালন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের সামনে থেকে সুলতানগঞ্জপাড়ার হাকিড় মোড়ের দিকে যেতে থাকলে পুলিশ বাধা দেয়। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দিয়ে স্নিগ্ধা আবাসিকের ১৩ নম্বর রোডের একটি খেলার মাঠের দিকে পাঠিয়ে দেয়া হয়।বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন,‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে। তবে রাস্তায় যানজট তৈরি হয়েছিল তাই তাদের মিছিল মূল রাস্তা থেকে সরিয়ে স্নিগ্ধা আবাসিকের ভেতরের রাস্তায় যেতে বলা হয়েছে।অপরদিকে, শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শহরের জলেশরীতলা এলাকাতেও কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে। বিকেল ৪ টার দিকে শিক্ষার্থীরা জলেশ্বরীতলায় জেলখানা মোড়ে জমায়েত হতে থাকলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নূর মসজিদ হয়ে কালিবাড়ী মোড়ে এসে অবস্থান নেন। তারা সেখানেই রাস্তায় বসে অংকন করাসহ স্লোগান দেন। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী গান, হাতে জাতীয় পতাকাসহ বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন। জলেশ্বরীতলায় বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *