সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ার তালোড়ায় চক্ষু শিবির অনুষ্ঠিত

দুপচাঁচিয়ার তালোড়ায় চক্ষু শিবির অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ্ব
নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ৩০জুলাই মঙ্গলবার সকালে তালোড়া পৌরসভার হলরুমে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন পৌরসভার ১নং প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ। এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, আতিকুর রহমান শিমু প্রমুখ। চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন অর্থালমিড প্যারামেডিক জেম্ধসঢ়;স রজত। চক্ষু শিবিরে
১৬০জন চক্ষু রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়। পরে ৩৫জন ছানীপরা রোগী বাছাই করে স্বল্পমূল্যে বগুড়া মিশন হাসপাতালে লেন্স অপারেশনের ব্যবস্থা করা হয়। লেন্স অপারেশন করবেন বগুড়া মিশন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ রেজাউল করিম।

Check Also

রাণীনগরে মারধর করে ১৫ভরি স্বর্ণের ও ১০০ভরি চান্দির গহনা ছিনতাই

বগুড়া সংবাদ:   নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ অবরোধ করে মিলন চন্দ্র শীল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *