সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় এলজিইডির আওতায় নারী কর্মিদের সঞ্চয়কৃত টাকার চেক ও সনদ বিতরণ

সোনাতলায় এলজিইডির আওতায় নারী কর্মিদের সঞ্চয়কৃত টাকার চেক ও সনদ বিতরণ

বগুড়া সংবাদ :  সোমবার (২৯ জুলাই) দুপুরে বগুড়ার সোনাতলায় এলজিইডি’র আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের নারী কর্মিদের মাঝে তাদের সঞ্চয়কৃত টাকার চেক ও সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল
মান্নান মিলনায়তনে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০ জন নারী কর্মির মাঝে ৮৪ লাখ ৪৫ হাজার ৭১০ টাকার চেক ও সনদ বিতরণ করেন। এর আগে তিনি বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও
উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক-এর উপস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটু,মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আকতার রুনা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। উপস্থিত ছিলেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, আওয়ামী লীগ নেত্রী কুহেলী চক্রবর্তী,এলজিইডি অফিসের হিসাব সহকারী মোঃ মোফাজ্জল হোসেন,সিও আবু সাঈদ ও বিভিন্ন এলাকার নারী কর্মিরা। সংসদ সদস্য সাহাদারা মান্নান নারী কর্মিদেরকে চেকের টাকা যথাযথ কাজে ব্যবহারের পরামর্শ দেন।

Check Also

আ’লীগের বিচারের দাবীতে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: পতিত আওয়ামীলীগের বিচারের দাবীতে রোববার বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *