সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

 

বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা। শনিবার সকাল সাড়ে ১১ টায় শহীদ টিটু মিলনায়তন চত্বরে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এরপর শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জাকির হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতলুবর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান। সভায় বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছের কারণে আমরা অক্সিজেন সংগ্রহ করে বেঁচে আছি। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। অবাধে গাছ নিধন করার জন্য বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। তারা আরও বলেন, একটি গাছ কাটলে কমপক্ষে আরও ৩টি গাছ রোপন করতে হবে। মেলায় ৩৯টি স্টলে ২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলা ১৩ জুলাই থেকে চলবে ১৯ জুলাই পর্যন্ত।

Check Also

সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমে অনেক ভালো কাজ করা সম্ভব-জেলা প্রশাসক

বগুড়া সংবাদ :বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *