বগুড়া সংবাদ : বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত পুণ্যার্থীদের চিকিৎসার খোঁজ নিলেন আ.লীগ নেতা নিকেতা
বগুড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন পুণ্যার্থীদের খোঁজ নিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা। পবিত্র হজ্জব্রত পালন শেষে বগুড়া ফিরে তিনি আহত পুণ্যার্থীদের দেখতে যান। বুধবার দুপুরে তিনি শজিমেক হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি তাঁদের যথাযথ চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাধীন পুণ্যার্থীদের আশ্বস্ত করেন যে – প্রধানমন্ত্রী স্বয়ং আহতদের খোঁজ রাখছেন, একারণে স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী চিকিৎসা তদারকি করছেন। আওয়ামী লীগ সরকার তাদের পাশে আছে বলেও উল্লেখ করেন টি জামান নিকেতা।
পরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন প্রবীন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন দুলুর শয্যা পাশে যান। সেখানে তাঁর চিকিৎসারও খোঁজ নেন আওয়ামী লীগের এই নেতা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
