সর্বশেষ সংবাদ ::

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নতুন বই হাতে তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। সোমবার শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া ওয়াইএমসিএ  এর সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই  উচ্ছ্বাস ও স্পন্দন জাগাবে। সেই উদ্দীপনা ও উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনার মধ্যে দিয়ে তোমরা আলোকিত ও মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম অনুসরণ করে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা
গড়ে তুলছে। শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এ সরকার। বিশ্বের নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে শিক্ষা দেয়, কি কারিকুলাম শিখায় সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। যাতে করে এ দেশের শিক্ষার্থীরা শিক্ষা শেষে আন্তর্জাতিকভাবে কর্মসংস্থান পেতে পারে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর উপদেষ্টা মিঃ দিলীপ মারান্ডী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, উপাধ্যক্ষ (প্রভাতী) কাজী নাজনীন জাহান, সহকারী প্রধান শিক্ষক পারভীন আকতারসহ প্রমুখ।

Check Also

কাহালুর বীরকেদার ইউনিয়ন বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রোববার দুপুরে বগুড়ার কাহালুর বারমাইল গার্ডেন ভিউ রেষ্টুরেন্টে বীরকেদার ইউনিয়ন বিএনপির বিশেষ বর্ধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *