সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুুর্ণামেন্ট উদ্বোধন

কাহালুতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুুর্ণামেন্ট উদ্বোধন

বগুড়া সংবাদ : সোমবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুুর্ণামেন্ট/২৪ইং আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম, কাহালু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সুলতান আলী কবিরাজ, সহ-সভাপতি মো. আব্দুর রহিম সরদার, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মো. মনোয়ার হোসেন খোকন, নারহট্র ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম প্রামানিক, কালাই ইউ পি চেয়ারম্যান মো. জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, সহকারি প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলামুদি দর্শকবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন কাহালু পৌরসভা বনাম নারহট্র ইউনিয়ন পরিষদ।
খেলা পরিচালনা করেন জিন্নাতুল ইসলাম। তাকে সহযোগিতা করেন স্বনীল ও শফি মামুন। ধারা ভাষ্যকার ছিলেন আল আমিন।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *