বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষে যুথি খাতুন নামের এক প্রসুতি মারা গেলেও অলৌকিক ভাবে সু¯’ রয়েছে তার তিন দিনের সন্তান। তবে দুর্ঘটনায় আহত হয়েছেন যুথী খাতুনের ছোট ভাই জিহাদও মারা গেছেন। রবিবার (৩০ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় মারা গেলেন জিহাদ। এনিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় মারা গেল দুইজন। নিহত যুথী খাতুন ও জিহাদ ভাগ শিমলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে-মেয়ে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে গত তিনদিন আগে যুথী খাতুন সন্তান প্রসব করে। গত শনিবার বিকেলে যুথী খাতুন তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সাথে সিএনজি চালিত অটোরিকশা যোগে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দলগাছা এলাকায় পৌছিলে বিপরীত মুখি একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলে তিনদিনের সন্তান অক্ষত থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যুথি খাতুনকে মৃত ঘোষনা করেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অব¯’ায় জিহাদ মারা যায়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। যুথি খাতুন ও তার ভাই জিহাদ মারা গেছেন। তবে তিনদিনের কন্যা সন্তান সু¯’ ও ভালো রয়েছে। মো. ফিরোজ কামাল ফারুক, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি, বগুড়া।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …