
বগুড়া সংবাদ : বগুড়া জেলা কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়নের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে জেলাখানার জাফলং সেলের একটি কক্ষের ছাদ ছিদ্র করে পালিয়ে যায় এ আসামিরা।
পরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) শহরের চেলোপাড়া এলাকা থেকে বুধবার সকাল ৭টায় পলাতক ৪ আসামিকে গ্রেফতার করে।
পলায়নকৃত আসামিরা হলেন, বগুড়ার কাহালু থানার উলট্ট পূর্বপাড়ার মো. আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গমারি থানান দিয়াডাঙা এলাকার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম মজনু, নরসিংদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন এবং বগুড়ার সদর এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে ফরিদ শেখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা