বগুড়া সংবাদ : বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চলতি বছরের সংশোধিত এবং আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বার্ষিক বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে চলতি বছরের এক কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকার ঘাটতিসহ আগামী অর্থ বছরের জন্য মোট ৩৩ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১৪০ টাকার বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ১৬ কোটি দুই লাখ ৫৬০ টাকা এবং উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। বাজেট ঘোষনার পুর্বে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও প্যানেল মেয়র জার্জিস আলমের সঞ্চালনায় স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের অংশ গ্রহনে নগর পরিকল্পনা, পৌর নাগরিকদের স্বাস্থ্য সেবা ও যানজট নিরসন এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সান্তাহার খাদ্য শস্য সাইলোর অধিক্ষক শাহরিয়ার তালুকদার ফয়সাল, শিক্ষক আ.ব.ম রবিউল ইসলাম, রতন বসাক, গণমাধ্যম কর্মী খায়রুল ইসলাম, পৌরসভার সদ্য অবসরে যাওয়া নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান প্রমুখ।
Check Also
রাণীনগরে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার মৃত্যু
বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না …