সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল বেচাকেনা, গ্রেপ্তার ১

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল বেচাকেনা, গ্রেপ্তার ১
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেল বেচাকেনার সময় ফজলু আকন্দ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফজলু আকন্দ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড় আখিড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সোমবার রাতে উপজেলার বড় আখিড়া গ্রামে মসজিদের দক্ষিন পার্শ্বে রাস্তার উপর কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ফজলু আকন্দ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযান শেষে একটি লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারক গ্রেপ্তার; চুরি   যাওয়া অটোরিকশা উদ্ধার

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *