শেরপুর (বগুড়া)
বগুড়ার শেরপুরে বিএনপির ২৭জন নেতাকর্মী বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন-মর্মে একাধিক স্থানীয় পত্রিকায় সংবাদ বেড়িয়েছে। যোগদানকৃতরা উপজেলার খামারকান্দি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী বলে দাবি করা হয়। অথচ তারা বিএনপি ও এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত নন। তাই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার (২৪জুন) দুপুরে খামারকান্দি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র ইউনিয়ন কমিটির সভাপতি মো. কায়কোবাদ হোসেন। এসময় কমিটির সাধারণ আব্দুল ওহাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ বলেন, আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই বিএনপির ভাবমূর্তি নষ্ট করাসহ বিভ্রান্ত ছড়ানোর জন্য নানামুখি অপকৌশল গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির নেতাকর্মীদের যোগাদানের নাটক সাজিয়েছে। খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের কয়েকজন লোকজন ডেকে এনে তাদেরকে বিএনপির নেতাকর্মী বানিয়ে আওয়ামীলীগে যোগদান দেখায়। অথচ তারা কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেই। কোনো দিন দলের কোনো মিছিল-মিটিংয়ে আসেনি। এমনকি দলের কোনো কমিটিতেও নেই। ৭১সদস্য বিশিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ড কমিটির সদস্যও নন তারা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা আরো বলেন, বিএনপির নাম ভেঙে নেতাকর্মীদের যোগদান নাটক সাজানোয় প্রমাণিত হয়, আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলে পরিনত হয়েছে। ফ্যাসিস্ট ওই দলটি মিথ্যা প্রচার-প্রচারণা চালাচ্ছে। তাই তাদের গুজব ও মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। এদিকে আওয়ামীলীগের দলীয় নেতাদের দাবি, বিগত ২২জুন শনিবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খামারকান্দি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঘৌড়দৌড় গ্রামের বাসিন্দা শাহীন আলম, মিজানুর রহমান, রাজু আহম্মেদ, ওহাব সরকার, শাহাদৎ, আল আমিন, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ শেখ, মোস্তাফিজার রহমান, সোহেল রানা, রফিকুল ইসলাম, আজিজুল হক, সবুজ মিয়া, চাঁন মিয়া, আব্দুল মমিন, সাজেদুল করিম, আল আমিনসহ ২৭জন বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজের সভাকক্ষে স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগদান করেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে যোগদান করা নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক।
Check Also
শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ: বগুড়ার শেরপুরে প্রয়াত সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যাকাÐের ২০তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত …