শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩জুন) বিকেলে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঝাঁজর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে জামুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চক খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন এমপি আলহাজ¦ মজিবর রহমান মজনুসহ অতিথিরা।

Check Also

শেরপুরে আলাল পোল্ট্রি-ফিস মিলে ভয়াবহ অগ্নিকান্ড, কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতি ৪৬ কোটি টাকা

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে আলাল গ্রæপের একটি সহযোগী প্রতিষ্ঠান আলাল পোল্ট্রি এন্ড ফিস মিড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *