সর্বশেষ সংবাদ ::

শেরপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়া সংবাদ :  বগুড়ার শেরপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তি) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩জুন) সকালে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির পিতা বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শেরপুর টাউন ক্লাব পাবলিক মহিলা অনার্স কলেজ প্রাঙণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, স.ম হাফিজুল ইসলাম, মোহাম্মদ আলী মন্টু, ইলিয়াস উদ্দিন মিন্টু, আওয়ামী লীগ নেতা সারোওয়ার রহমান মিন্টু, গোলাম হোসেন, রবিউল ইসলাম বাবু, আব্দুল ওহাব, জাকির হোসেন মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ন কবির ড্যানি, সাদায়েত হোসেন নেহাল প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ে সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন।

Check Also

বগুড়ায় ছাত্রীকে টয়লেটে নিয়ে যাওয়ার বিষয়টি শিক্ষককে বলে দেওয়ায় ফাহিম কে হত্যা করা হয়

বগুড়া সংবাদ: বগুড়ায় দশম শ্রেণির স্কুলছাত্র মো. ফাহিম (১৮) হত্যারহস্য উন্মোচিত হয়েছেন। স্কুলের এক ছাত্রীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *