সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় প্রকাশ শৈলীর দুইদিনের ১৯ বছর উদযাপন

বগুড়ায় প্রকাশ শৈলীর দুইদিনের ১৯ বছর উদযাপন

বগুড়া সংবাদ : বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন প্রকাশ শৈলীর ১৯ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর দুই দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন রোববার
বিকালে সমাপনী অনুষ্ঠানে বগুড়া শহরের বড়গোলাস্থ সংগঠন কার্যালয়ে শিশুদের নিয়ে তৈরী দেয়াল পত্রিকা রঙের উঠোন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উঠোন কাব্য অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ৮ জুন শনিবার বিকালে বগুড়া শহরের ম্যাক্স মোটেলে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা, লিটলম্যাগ প্রকাশ শৈলীর মোড়ক উন্মোচন, অতিথি কথন এবং কবিদের নিয়ে আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক
জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কবি জয়ন্ত দেব, কবি রবিউল আলম অশ্রু। সভায় সভাপতিত্ব করেন প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশ শৈলীর অন্যতম নেতা ও কোষাধ্যক্ষ ঈমামুল হুদা বিপ্লব। কবি ও সাংবাদিক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি রাহমান ওয়াহিদ, গল্পকার সাহাব উদ্দিন হিজল, কবি রওশন রোজী, ছড়াকার আমির খসরু সেলিম, নাট্যভিনেতা অলক পাল, কবি মরিয়ম সুলতানা রুমা,সঙ্গীত প্রশিক্ষক নির্মল, চিত্রশিল্পী হাসান, ফারজানা করিম। কবিতা আবৃত্তি করেন রবিউল আলম, বৈভব, বাচিক শিল্পী অলক পাল, কবি ও বাচিক শিল্পী শাহানূর শাহীন, কবি ও বাচিক শিল্পী এইচ আলিম, নাসরাহ, রাইয়ান সহ অন্যান্য শিল্পীবৃন্দ। প্রকাশ শৈলী বগুড়ার সাধারণ সম্পাদক লুবনা জাহান জানান, ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশ শৈলীর দুই দিনের কর্মসূচি পালন হয়েছে। প্রথম দিনে ম্যাক্স মোটেলে বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভা, লিটলম্যাগ প্রকাশ শৈলীর মোড়ক উন্মোচন, কবিতা আবৃত্তিসহ শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দ্বিতীয় দিন ৯ জুন বগুড়া শহরের বড়‌গোলা প্রকাশ শৈলী মঞ্চে গৌরবের ১৯ বছর প্রতিষ্ঠা জয়ন্তী উপলক্ষে শিশুদের দেয়াল পত্রিকা রঙের উঠোন এর উদ্বোধন করা হবে। পরে আলোচনাসভা, শিশুদের নিয়ে আবৃত্তি অনুষ্ঠান ্য়ঁড়ঃ;উঠোন কাব্য এবং সন্ধ্যায় দুই দিনব্যাপী অনুষ্ঠা‌নের সমাপনী ঘোষণা করা হবে।

Check Also

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ

বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *