সর্বশেষ সংবাদ ::

বগুড়ার দুপচাঁচিয়ায় চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়া সংবাদঃ বগুড়ায় চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দুপচাঁচিয়ার চৌমহনী এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বৈদ্যুতিক মিটার ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওই চারজন হলো- বগুড়ার দুপচাঁচিয়ার বানিয়াদিঘী এলাকার নবাব আলীর ছেলে সোহেল প্রাং (২৪) ও তার ভাই রবিউল প্রাং(২৫), একই এলাকার আব্দুর রশিদের ছেলে ইউসুফ আলী (২৩) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুরের মৃত আব্দুর ফকিরের ছেলে মনোয়ার হোসেন ওরফে বাদল (২৩)।

সোমবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে দুপচাঁচিয়ার বানিয়াদিঘী এলাকার রফিকুল ইসলামের কাছে ফোন দিয়ে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে পুকুরের মাছ মেরে ফেলা ও বৈদ্যুতিক মিটার চুরির হুমকী দেওয়া হয়। তখন ভুক্তভোগী রফিকুল ইসলাম দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর এই চক্রকে ধরতে র‍্যাবের একটি চৌকশ টিম অভিযানে নামে। সোমবার দুপচাঁচিয়ার চৌমহনী এলাকা থেকে ওই চারজনকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ১ টি বৈদ্যুতিক মিটার, বৈদ্যুতিক মিটার চুরির কাজে ব্যবহৃত ব্লেড, ব্লেড মেশিন, লোহার রড, স্ক্রু ড্রাইভার, স্লাইরেঞ্জ, প্লাস, পুকুরের মাছ মেরে ফেলার নিমিত্তে কীটনাশকের বোতল এবং ০৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার ওই চারজন দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে টাকা দাবি করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। দুপচাঁচিয়া, সোনাতলা ও আদমদীঘি উপজেলায় তারা এ ধরনের চুরি করতো এবং কোনো প্রমাণ রাখতো না। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার ওই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

সড়কের পাশে কাটছে গাছ বন বিভাগ; লাগাচ্ছে না একটিও গাছ

বগুড়া সংবাদ : তীব্র রোদ ও তাপদাহে মাঠে ধান কাটার পাশাপাশি বিলে মাছ ধরছে কৃষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *