বগুড়া সংবাদ : বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষি খাতে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে অন্য কোনো সরকারের আমলে তা ঘটেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আধুনিক
প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। গত ২জুন রোববার দুপুরে দুপচাঁচিয়ায় আধুুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এ কথাগুলো বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তারের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, নার্সারী মালিক মুনছুর হেল্লাছ প্রমুখ। উদ্বোধনী সভার পূর্বে এক আনন্দ র্যালি বের হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। শেষে প্রধান অতিথি কৃষি প্রযুক্তি কর্ণার ও
বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৩টি স্টল অংশ নেয়।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …