বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিমের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব- নির্বাচিত কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান
কবিরাজ সুরুজ। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বে কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসলিমুল ইসলাম, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তাবৃন্দ। আলোচনা সভা শেষে কাহালু উপজেলার মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে
সর্বোচ্চ নিবন্ধনকারী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় দূর্গাপুর ইউ পির চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রঞ্জু, সচিব জাকির হোসেন ও উদ্যোক্তা আল আমিন বাবুকে। এছাড়াও জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মো. মনোয়ার হোসেন খোকন, কাহালু সদর ইউনিয়নের চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …