সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

আদমদীঘিতে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাকিব হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিব হোসেন নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর গ্রামের সামছুল হকের ছেলে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোটাঘাট এলাকায় ফেমাস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

সান্তাহার পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার-নওগাঁ প্রধান সড়কের ফেমাস ক্লিনিকের সামনে মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন একটি চার্জার চালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশে থাকা বৈদ্যুতিক খুটির সাথে মাথায় থাক্কা খেয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। প্রচন্ড রক্তক্ষরনের কারনে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আদমদীঘি থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *