বগুড়া সংবাদ : গত বৃহস্পতিবার রাতে কে বা কাহারা পূর্ব শুক্রতার জের ধরে বগুড়ার কাহালুর নারহট্র হিন্দুপাড়ায় সরকারি লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার রেনু-
পোনা মাছ নিধন করেছে। জানা যায়, কাহালুর নারহট্র মৌজার ১ নম্বর খতিয়ানের সাবেক ৪০৯/৭০২ দাগে ৯৩ শতক খাস পুকুর নারহট্র সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ বাংলা ১৪২৯ হতে ১৪৩১ বঙ্গাব্দ পর্যন্ত সরকারি ভাবে লীজ গ্রহন করে উক্ত পুকুরে মাছ চাষ করে আসছিল। নারহট্র সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি, সাবেক ইউ পি সদস্য ও নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. তোতা মিয়া শাহানা জানান, আমরা সরকারি ভাবে পুকুরটি লীজ গ্রহণ করে মাছচাষ করছি। শুক্রতামূলক ভাবে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার রুই, কাতলা ও মৃগেল মাছের রেনু-পোনা নিধন করেছে। তিনি আরও জানান, উক্ত ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …