বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১২মে রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, গর্বিত মা অঞ্জলি রানী দাস, গর্বিত বাবা আব্দুল মজিদ প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি গর্বিত মা’দের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে একইদিন দুপুরে উপজেলা হিসাব রক্ষন কার্যালয়ের আয়োজনে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল(সিএজি) কার্যালয় এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএইচএম আশরাফুল আরেফীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আওফি খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
Check Also
বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ সৈকতের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার …