বগুড়া সংবাদ : স্বপ্নছোঁয়া সাংস্কৃতিক পরিষদ বগুড়ার আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে বগুড়া শহরের বউ বাজারে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দৈনিক করতোয়া বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বগুড়ার আহবায়ক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, প্রকৌশলি রুকানুজ্জামান রিপন, যুবলীগ নেতা মতির প্রামানিক। কবি ও সাংবাদিক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল হাসান রিপন, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্যামল কবিরাজ বলরাম। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী প্রনব কান্ত সান্যাল ও জাহাঙ্গীর মাহমুদ ও গল্পকার নঈম হাসানকে সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।
Check Also
সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …