বগুড়া সংবাদ : বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার আইন কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির
চেয়ারম্যান অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যাপক
আব্দুল মতিন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাজাহান সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর
শাখার সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ার হোসেন মাস্টার , ডা: মাহবুবুর রহমান, মোসাদ্দেক হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহনের তারিখ নির্ধারিত ছিল ২ মে। কিন্তু কোন পদে একের অধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সকলে নির্বাচিত হন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
